Vice Chairman Message

ভাইস চেয়ারম্যানের কথা 

শিক্ষা মানুষের জন্যে “হয়ে ওঠা” বা বৃদ্ধির এক আশ্চর্য প্রক্রিয়া। আমরা যা হতে চাই তা যে সত্যিই মনে প্রাণে হতে চাই এবং তা হয়ে ওঠার সম্ভাবনা ও শক্তি যে আমাদের রয়েছে, শিক্ষা জীবনে েএসে তা উপলব্ধি করার সুন্দর সুযোগ রয়েছে। এ সময়ে আমাদের মনে অসংখ্য জিজ্ঞাসা এসে ভিড় করে। এই জিজ্ঞাসার উত্তর খুঁজে পাওয়াই শিক্ষার্থীর জীবনের সার্থকতা।  এর সকল কোমলমতি শিক্ষার্থীদের সার্বিক শিক্ষা সেবার মাধ্যমে তাদের সুন্দর ও সার্থক জীবন গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।
আমাদের সকল কার্যক্রমে আপনাদের গঠনমূলক সমালোচনা, উৎসাহ এবং সহযোগিতা আশা করছি।

        পুলক চৌধুরী
ভাইস চেয়ারম্যান,
 রণিত কলেজ