রণিত স্কুল এন্ড কলেজ > News > Notice > প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতির জন্য ছুটির নোটিশ
  • Posted by: Admin
Ronit-Scihool-and-college-L
PNG-8

আজিমপুর , ঢাকা, ১২০৫

তারিখ: ১৬-০৫-২০২৩

নোটিশ

Exam-Pad3

এতদ্বারা রণিত স্কুল এন্ড কলেজ এর প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির ( বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন ) সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ মে হতে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমতাবস্থায় পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী ১৭ মে বুধবার  উক্ত শ্রেণি সমুহ ছুটি থাকবে।

এখনো যে সকল শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করে নাই তাদের অবশ্যই ১৭ মে এর মধ্যে  সকল বকেয়াসহ মে মাসের টিউশন ফি  ও পরীক্ষার ফি প্রদান করে প্রবেশ পত্র সংগ্রহ করত বলা  হলো।  পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রবেশ পত্র সংগ্রহ বাধ্যতামূলক।

 

বি:দ্র:  পরীক্ষার রুটিন   শ্রেণি কক্ষ, নোটিশ বোর্ড , ওয়েব সাইটে ও প্রবেশ পত্রে  প্রদান করা হয়েছে।

অধ্যক্ষ

রণিত স্কুল এন্ড কলেজ

Author: Admin

Leave a Reply