Ronit School and College
email : info@ronit.edu.bd
Call Us :09611462462
রণিত স্কুল এন্ড কলেজ > অভিজ্ঞ শিক্ষক

অভিজ্ঞ শিক্ষক

শিক্ষাদানের মহান ব্রত যার কাজ তাকেই শিক্ষক বলা হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদানের কাজে নিয়োজিতদেরই শিক্ষক বলা হয়।  শিক্ষকদের জাতি গঠনের কারিগর বলা হয়। কেননা একজন আদর্শ শিক্ষকই পারেন তার অনুসারী দের জ্ঞান ও ন্যায় দীক্ষা দিতে। শিক্ষার্থীর মানবতাবোধ কে জাগ্রত করে একজন শিক্ষক কেবল পাঠদান কে সার্থকই করে তোলেন না, পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করেন। স্বীয় জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন।

রণিত স্কুল এন্ড কলেজ রয়েছে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী যারা প্রতিটি শিক্ষার্থীর পরীক্ষায় ভালো রেজাল্টের পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে নিরলস পরিশ্রম করে যাচ্ছে ।