শিক্ষা মানুষের জন্যে “হয়ে ওঠা” বা বৃদ্ধির এক আশ্চর্য প্রক্রিয়া। আমরা যা হতে চাই তা যে সত্যিই মনে প্রাণে হতে চাই এবং তা হয়ে ওঠার সম্ভাবনা ও শক্তি যে আমাদের রয়েছে, শিক্ষা জীবনে এসে তা উপলদ্ধি করার সুন্দর সুযোগ রয়েছে। এ সময়ে আমাদের মনে অসংখ্য জিজ্ঞাসা এসে ভিড় করে। এই জিজ্ঞাসার উত্তর খুঁজে পাওয়াই শিক্ষার্থীর জীবনের সার্থকতা। রণিত স্কুল এন্ড কলেজ এর সকল কোমলমতি শিক্ষার্থীদের সার্বিক শিক্ষা সেবার মাধ্যমে তাদের সুন্দর ও সার্থক জীবন গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।
আমাদের সকল কার্যক্রমে আপনাদের গঠনমূলক সমালোচনা, উৎসাহ এবং সহযোগিতা আশা করছি।
অধ্যক্ষ
রণিত স্কুল এন্ড কলেজ