সম্মানিত শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ. শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ী সকলকে রণিত স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও তার সাথে সঙ্গতি রেখে শিক্ষার মানের কোন উন্নতি হচ্ছে না। প্রতিনিয়ত সকল পর্যায়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব প্রকট হয়ে উঠছে। সেই অভাব পূরণের লক্ষ্যকে সামনে রেখে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় রণিত স্কুল এন্ড কলেজ। রণিত স্কুল এন্ড কলেজ একটি শিক্ষা সেবা ও জনকল্যাণমূখী স্বনির্ভর প্রতিষ্ঠান। রণিত স্কুল এন্ড কলেজ এ রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলী যারা অতন্দ্র প্রহরীর মত শিক্ষার্থীদের শিক্ষাদানে নিরলস পরিশ্রম করে যাচ্ছে । এখানে রয়েছে শ্রেণি শিক্ষক, গাইড শিক্ষক, মাল্টিমিডিয়া ক্লাস রুম, পাঠ্যপুস্তক সমৃদ্ধ লাইব্রেরী, কম্পিউটার ল্যাব, উন্নতমানের হ্যান্ডনোট ইত্যাদি সহ সুশিক্ষা অর্জনের জন্য সকল ধরনের ব্যবস্থা। এখানে পি-প্রাইমারী স্তরের শিক্ষার্থীদের Special Child Care Method ( SCCM) এর মাধ্যমে শিক্ষা প্রদান করা হয় এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে SSP ক্লাসের ব্যবস্থা। এছাড়া এ বছর রণিত স্কুল এন্ড কলেজ এ রয়েছে “রণিত ডিজিটাল এডুকেশন” যার মাধ্যমে স্কুলের সকল শিক্ষার্থী ফোন, ই-মেইল, এসএমএস এবং অনলাইন সেবার মাধ্যমে শিক্ষা সেবা নিতে পারবে। শিক্ষা সম্পর্কিত এই সকল উদ্যোগ রণিত স্কুল এন্ড কলেজ-কে ইতিমধ্যে একটি ভিন্ন ধারার শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে।
আমরা মনে প্রাণে বিশ্বাস করি, যদি হৃদয়ে সাহস অটুট থাকে পাশাপাশি আপনাদের অকুন্ঠ সমর্থন যদি পাই তাহলে রণিত স্কুল এন্ড কলেজ দেশ-জাতির কল্যাণে এক অনন্য এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের মনে স্থান অর্জন করতে পারবে। আমরা, আপনারা এবং কোমলমতি শিক্ষার্থী সকলেই গর্ববোধ করব রণিত স্কুল এন্ড কলেজ এর একজন সদস্য হিসেবে।
সবশেষে রণিত স্কুল এন্ড কলেজ এর সুন্দর ভবিষ্যত অর্জনে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সাগর সাহা
চেয়ারম্যান
রণিত স্কুল এন্ড কলেজ