মানবসভ্যতা আজ যে পর্যায়ে উপনীত হয়েছে, তার মূল ভূমিকায় রয়েছে বিজ্ঞানের বিস্ময়কর সব আবিষ্কার। বিজ্ঞানের কল্যাণে কৃষি ও শিল্পে ব্যাপক বিপ্লব ঘটেছে। দীর্ঘদিন থেকে মানুষ রোগ-ব্যাধির কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করছে। তার অনেকগুলো আজ বিজ্ঞানের কল্যাণে মানুষের নিয়ন্ত্রণে। বিজ্ঞানের কল্যাণে মানুষ আজ সমুদ্রের তলদেশ কিংবা মহাবিশ্বের অসীমে চষে বেড়াচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করে তুলছে। বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগের ধারাবাহিকতায় এগিয়ে যেতে না পারলে দুর্ভাগ্যজনকভাবে আমরা পিছিয়ে পড়ব।