একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পাঠদানঃ এ পদ্ধতিতে সিলেবাসকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছরকে সাময়িক পরীক্ষার অনুসারে ভাগ করে পাঠ পরিকল্পনা করা হয়। পাঠ পরিকল্পনানুযায়ী প্রতিদিনের ক্লাস পরিচালিত হয়ে থাকে।
পাঠ পরিকল্পনাঃ প্রত্যেকটি ক্লাস পূর্ব নির্ধারিত একটি নিখুঁত পরিকল্পনা অনুযায়ী গ্রহণ করা হয়। ক্লাসের নির্ধারিত সময়ে শিক্ষক ও শিক্ষিকাগণ কী বিষয় কোন পদ্ধতিতে পাঠদান ও মূল্যায়ন করবেন পাঠ পরিকল্পনায় তা নির্ধারণ করা থাকে।
প্রতিদিন প্রতিটি বিষয়ের ক্লাসঃ সাধারণত প্রচলিত ব্যবস্থায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে একদিনে সকল বিষয়ের ক্লাস অনুষ্ঠিত হয় না। কিন্তু এখানে প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে প্রতিদিন ক্লাস নেয়া হয়।
এসএসপি (Supervisory Study Program)ঃ নির্ধারিত ক্লাসের বাইরে অপেক্ষাকৃত দুর্বল এবং কম মেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রচলন করা হয়েছে এই বিশেষ কর্মসূচী। প্রাইভেট টিচিং-এর বিকল্প হিসেবে এ কর্মসূচী দুর্বল কিংবা স্বল্প আয়ের পরিবার থেকে আগত শিক্ষার্থীদের জন্য বিশেষ কার্যকর। মেধাবীদের জন্য আরো বেশি উপযোগী।
অডিও-ভিজ্যুয়াল শিক্ষা মাধ্যমঃ প্রচলিত লেকচার পদ্ধতি ছাড়াও প্রজেক্টর, এলইডি টিভি মনিটর কম্পিউটার, সিডি-ভিসিডিসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে শিক্ষা পদ্ধতি হয় আনন্দময় এবং আকর্ষণীয়।
শিক্ষাবৃত্তি প্রদান ঃ সকল শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের White Hope Education Family কর্তৃক বৃত্তি প্রদান।
মেকআপ ক্লাসঃ হরতাল, অসুস্থতা অথবা বিশেষ কোন কারণে শিক্ষার্থী কোন দিন অনুপস্থিত থাকলে, অনুপস্থিত শিক্ষার্থীকে মেকআপ ক্লাস করানো হয়।
শ্রেণি শিক্ষক ও গাইড শিক্ষকঃ প্রত্যেক ক্লাসের জন্য একজন শ্রেণি শিক্ষক ও গাইড শিক্ষক থাকেন। তারা সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করেন এবং যে কোনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে থেকে দ্রুত সমাধানের ব্যবস্থা করেন।
সহশিক্ষা কার্যক্রমঃ সপ্তাহে একদিন কম্পিউটার ল্যাব, গান, আবৃত্তি, ছবি আঁকা ও নাচ এর ক্লাস করানো হয়।
আরও যে সকল বিষয়ে খেয়াল রাখা হয়
Feed Back ক্লাসের মাধ্যমে প্রতিদিনের পড়া আদায়।
Special Child Care Method (SCCM) অনুসারে প্রি- প্রাইমারী ও প্রাইমারী স্তরের শিক্ষার্থীদের শিক্ষাদান।
প্রতিটি বিষয়ের উপর নিজস্ব পদ্ধতিতে উদ্ভাবিত উন্নতমানের Hand Notesপ্রদান।
Term এর Report Card প্রদানকালে অভিভাবকদের সাথে মত বিনিময়ের ব্যবস্থা এবং বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত সেমিনারের আয়োজন।
সকল বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রতিষ্ঠান কর্তৃক বৃত্তি প্রদান।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কর্মসূচির আয়োজন।
C.C.TV ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তারক্ষী দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা পর্যবেক্ষণ।
সার্বক্ষণিক নিজস্ব জেনারেটর ব্যবস্থা।
সকল শিক্ষার্থীর জন্য রয়েছে গেমস্ রুমের ব্যবস্থা।